23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    হিরো আলমের সঙ্গে জুটি বাঁধছেন! বাংলাদেশ জুড়ে সায়ন্তিকাকে নিয়ে তীব্র শোরগোল

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – একটা সময় টলিউডে জনপ্রিয় অভিনেত্রীর মধ্যে একজন ছিলেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী (Sayantika)। দীর্ঘ কয়েক বছরে তাকে টলিউডে দেখাই যায়নি। কিছু মাস আগে শোনা যাচ্ছিল, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা জায়েদ খানের (Zayed Khan) সঙ্গে অভিনয় করেছেন সায়ন্তিকা। যিনি বাংলাদেশি চলচ্চিত্রে সবচেয়ে বিতর্কিত নায়ক। সংবাদমাধ্যম সেকথা জিজ্ঞেস করায় সায়ন্তিকা খবরটি সত্য বলে ঘোষণা করেন। কিন্তু অন্যদিন জায়েদ খান বলেন “সায়ন্তিকা আলোচনায় আসার জন্য মিথ্যে কথা বলছেন”। তবে বৃহস্পতিবার সায়ন্তিকা ও জায়েদকে বিমানবন্দরে একসঙ্গে দেখা গেছে। এরপরই শুরু হয়েছে নতুন গুঞ্জন।

    জায়েদ খান ( zayed khan )এও বলেছিলেন অভিনেত্রীর সঙ্গে কোনো সিনেমা নিয়ে আলোচনা হয়নি। কিন্তু তার কিছুদিন পরেই সায়ন্তিকার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন,”ছায়াবাজ”। সায়ন্তিকাও ছবি পোস্ট করে জায়েদের সঙ্গে , তবে ক্যাপশনে কিছু লেখেননি। সম্ভবত “ছায়াবাজ” সিনেমায় অভিনয় করছেন তারা। তবে কেন মিথ্যে বলেছিলেন অভিনেতা?

    এপ্রসঙ্গে খোদ সায়ন্তিকা জানান,” বিমাবন্দরে আমাকে নিতে এসেছিলেন জায়েদ। কি ভালো তার ব্যবহার। আমার মনে হয় তার মধ্যে অনেক গুণ আছে”। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় সিনেমার খবর রটতেই নেটিজেনরা মজার ছলে বলেছেন, ” ফ্লপ অভিনেত্রীর সঙ্গে ফ্লপ অভিনেতা জুটি বেঁধেছে”। কেউ কেউ সায়ন্তিকাকে কটাক্ষ করে বলেন, ” এবার হিরো আলমের (Hero Alam) সঙ্গে জুটি বাঁধেবেন?”।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img