23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    হজরত মহম্মদকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আরজেডি নেতার , রেরে করে উঠলো বিজেপি

    নিজস্ব প্রতিনিধি , দিল্লি – সনাতন ধর্ম নিয়ে উদায়নিধি স্ট্যালিনের বিতর্ক কিছুটা স্তিমিত হতেই আবার নতুন বিতর্ক। এবার তাও আবার সরাসরি হজরত মহাম্মদকে নিয়ে। এদিকে এই মন্তব্যের পরেই গোটা দেশে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মহম্মদকে নিয়ে এদিন বিশেষ মন্তব্য করলেন বিহারের মন্ত্রী তথা আরজেডি নেতা চন্দ্রশেখর

    এদিন আরজেডি নেতা চন্দ্রশেখর বলেন,’ ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মহম্মদ ছিলেন একজন নিখুঁত মানুষ। যাকে মর্যাদা পুরুষোত্তম বলা যায়। গোটা বিশ্বে যখন শয়তানদের রাজত্ব চলছিল, বিশ্বব্যাপী অনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছিল, মানুষের বিশ্বাস হ্রাস পাচ্ছিল, তখন দুনিয়াকে নতুন দিশা দেখাতে আবির্ভাব হয়েছিল হজরত মহম্মদের’।

    চন্দ্রোশেখরের আরও দাবি, ‘বিশ্বাস ফেরানো, অসত্যের বিরুদ্ধে লড়াই, অসততার বিরুদ্ধে লড়াই, দুষ্টের দমন করার জন্যই দুনিয়ার বুকে পাঠানো হয়েছিল হজরত মহম্মদকে। সেই জন্য ইসলামের আবির্ভাব হয়েছিল। তিনিই প্রকৃত মর্যাদা পুরুষোত্তম’। তবে এতদিন পর্যন্ত শুধুমাত্র শ্রী রামচন্দ্রকেই মর্যাদা পুরুষোত্তম বলে জানতো গোটা বিশ্ব। কিন্তু এদিন রাম এবং হজরত মহম্মদকে এক আসনে বসানোর পরেই রের করে উঠেছে বিজেপি। বিজেপির দাবি এরজন্য দায়ী একমাত্র নীতীশ কুমার।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img