23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    এস.টি.এফ(STF) এর জালে কাঁকসা থেকে গ্রেপ্তার এক জঙ্গি সদস্য । 

    কাঁকসা :- বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে কাঁকসার মীরে পাড়া থেকে দুই জনকে গ্রেফতার করলো রাজ্য পুলিশের এস.টি.এফ(STF) এর একটি দল।শনিবার দুপুর ৩টে নাগাদ সূত্র মারফত খবর পেয়ে অভিযানে নামে একটি দল। কাঁকসার মীরেপাড়ার বাসিন্দা মহম্মদ হাবিবুল্লা সেখ কে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।পাশাপাশি আরো একজনকে আটক তার পরিচয় এখনো জানা যায়নি , বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত মুজাহিদীন বাংলাদেশ (JMB) সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করে এস.টি.এফ.(STF)। এস.টি.এফ(STF) সূত্রে জানা গিয়েছে বেশ কিছু সামগ্রী তার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে রয়েছে একটি ল্যাপটপ ।

    PSX 20240623 002023 1

    তদন্তের স্বার্থে STF এর আধিকারিকরা কোনো মন্তব্য করতে চান নি। ওই যুবককে গ্রেফতার করে কাঁকসা থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এস.টি.এফ.(STF)। হাবিবুল্লা বুদবুদের মানকর কলেজের কম্পিউটার বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র। সুত্রের খবর বেশ কিছুদিন ধরে এস টি এফ কর্তাদের নজর ছিল হাবিবুল্লার গতিবিধির উপরে । সুত্রের খবর কয়েকদিন ধরেই সাদা পোষাকে হাবিবুলের পিছনেই পড়ে থাকতেন বেশ কিছু এস.টি.এফ.(STF) কর্তা । আটক করার পরে এখনো পর্যন্ত চলছে ম্যারাথন জেরা । তবে এই জেরায় এখনো পর্যন্ত বেশ কিছু তথ্য এস টি এফ কর্তাদের কাছে উঠে এসেছে বলে সুত্রের খবর ।

    PSX 20240623 001559

    বাজেয়াপ্ত নথিগুলিও পরীক্ষা করে দেখছেন এস.টি.এফ.(STF) এর কর্তারা । কাঁকসা থানায় ডাকা হয় তৃণমুল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায়কে তিনি বাইরে বের হয়ে বলেন যতদুর জেনেছি একটি ছেলেকে জঙ্গি সং গঠনের সাথে যুক্ত থাকার সন্দেহে জেরা করা হচ্ছে । তবে যদি এই ঘটনা সত্য হয়ে থাকে তবে তা দুর্ভাগ্যজনক । এবং এটাও সত্য যে পুলিশ দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে । এরকম ঘটনা অন্য রাজ্যে অনেক বেশি ঘটে কাঁকসায় সবাই মিলেমিশে বাস করে আতঙ্কের কিছু নেই । ছেলেটির বাবা খুব কষ্ট করেই মানুষ করছিলেন । রবিবার সকালে গ্রেপ্তার করা জঙ্গি সংগঠনের সাথে যুক্ত ছাত্রকে আসানসোল জেলা আদালতে তোলা হবে ।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img